এবার বাঁশ এর আড়ালে চোরাই বার্মাটিক কাঠ উদ্ধার



পবিত্র রায় ,রাজগঞ্জ ১২ মার্চ  : আদা, কুমড়ো ,টায়ার, সিমেন্ট এর পর এবার  বাঁশ এর আড়ালে আসাম থেকে  কলকাতা  নিয়ে যাওয়া হচ্ছিল চোরাই বার্মাটিক কাঠ, প্রায় ৫০ লক্ষ টাকার কাঠ উদ্ধার, একটি নতুন 16 চাকা লরি আটক করা হয়, গ্রেপ্তার 3 ,  বৈকন্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রের খবর ছিল  কিছু বার্মাটিক কাঠ আসাম থেকে কোলকাতা পাচার হবে, সেই খবরের ভিত্তিতে  রবিবার ভোরে পানিকাউরি মোর   31 নং জাতীয় সড়কে ওত পেতে ছিল, সেই সময় একটি  বাঁশ বোঝাই ১৪ চাকা একটি লরি কে দার করিয়ে তল্লাসি করতেই বেরিয়ে আসে চোরাই কাঠ, সাথে সাথে লরিতে থাকা 3জন  কে গ্রেপ্তার করা হয়, তার নাম প্রেম সিং ,ইমরান উত্তরপ্রদেশের বাসিন্দা চাহাজুল ইসলাম আসামের বাসিন্দা,  ধৃতদের জেরা করে জানা গেছে আসাম থেকে কোলকাতা পাচারের  উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠ গুলো,  বন দপ্তর  সূত্রে জানা যায় যে  ট্রাকে আনুমানিক  ৫০ লক্ষ টাকা বার্মাটিক কাঠ ছিল,  তিন জনকে সোমবার কোর্টে তোলা হবে I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন