কোচবিহারে চকলেট বিতরণ যুব তৃণমূল কংগ্রেসের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আদালতে আত্মমর্পণের পর


কোচবিহার,সনৎ বর্মন, ১০ জানুয়ারি :স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে যে সোনার দোকানে চুরির ঘটনায় আইনত গ্রেফতারি পরোয়ানা করেছিল কোর্ট ।
আজ আলিপুরদুয়ার কোর্টে গিয়ে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। কোর্টে আত্মসমর্পণ করার পরেই আজ কোচবিহার শহর সংলগ্ন কাচারি মোড় এলাকায় কোচবিহার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে মিষ্টি ও চকলেট খাওয়ালেন নেতা ও কর্মীরা। এ বিষয়ে শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ চৌধুরী জানান নিশীথ প্রামাণিক যে নিজেই দোষী তিনি তা আজ প্রমাণ করে দিলেন আদালতে আত্মসমর্পণ করে। রাকেশ চৌধুরী আরো জানিয়েছেন তিনি কোচবিহার নাগরিকদের ভোট নিয়ে মানুষদের ঠকিয়েছেন। এবং এর পাশাপাশি বলেন ইতিমধ্যেই মন্ত্রিত্বের পথ থেকে সরাতে হবে তার জন্য তারা দরকার হলে বিভিন্ন রকম কর্মসূচি করবেন বলে জানান। এ বিষয়ে আরো কি জানিয়েছেন শুনে নেব।





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন