বেলাকোবা তে মর্মান্তিক পথ দুর্ঘটনা
বেলাকোবা: ফের রাজগঞ্জ ব্লকের বেলাকোবা তে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক টিকিট বিক্রেতা I ঘটনা সূত্রে জানা গিয়েছে সাইকেল নিয়ে হাটে যাচ্ছিলেন আচমকা একটি চার চাকার গাড়ি ধাক্কা মারে এবং ঘটনার সাথে তিনি লুটিয়ে পড়েন I
স্থানীয়রা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স এবং স্থানীয় পুলিশকে ফোন করেন I ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ি পুলিশ বাহিনী I
গুরুতর আহত ওই ব্যক্তিকে পাঠানো হয়েছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে I
এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করেন ,
ওই ব্যক্তির নাম নিতাই ঘোষ বয়স আনুমানিক ৫৫ বছর হবে ,তবে ওই ব্যক্তি বেলাকোবা পন্ডিতের বাড়ির বাসিন্দা I