দিল্লির আর্কিটেক্ট পি আর মেহেতা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন
শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে পরিপূর্ণ ভাবে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।সেই লক্ষ্যে চলছে কাজ।শুক্রবার দিল্লির বিশিষ্ট আর্কিটেক্ট পি আর মেহেতা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করলেন ।
এদিন শিলিগুড়ি পুরনিগমের অধীনস্থ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম, সুইমিং পুল পরিদর্শন করেন আর্কিটেক্ট পি আর মেহেতা ও মেয়র গৌতম দেব।
উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দিলীপ বর্মন সহ অন্যান্যরা।জানা গিয়েছে, খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের জন্য অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্যেই দিল্লির বিশিষ্ঠ আর্কিটেক্ট পি আর মেহেতাকে ডাকা হয়েছে।
এদিন পরিদর্শন শেষে মেয়র বলেন, স্টেডিয়ামকে পরিপূর্ণ ভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।সেই লক্ষ্যে লাগাতার পরিদর্শন চলছে।আর্কিটেক্ট পি আর মেহেতা স্টেডিয়াম পরিদর্শন করে একাধিক প্রস্তাব দিয়েছেন।তার ওপর কাজ হবে।এতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের থেকেও আর্থিক সহযোগিতা চাওয়া হবে।শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামই নয়, ইন্ডোর স্টেডিয়ামকেও নতুনভাবে সাজিয়ে তোলা হবে।