তবে প্রশ্ন একটাই অবরোধের যেরাই দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাকি ইঞ্জিন খারাপের জন্য" ?


রাজগঞ্জ: সারা উত্তরবঙ্গ জুড়ে কামাতাপুর রেল অবরোধ। কামতাপুর পিপলস পার্টি ডাকে আলাদা রাজ্যের দাবিতে রেলপথ অবরোধ। তার মধ্যে অসুবিধার মুখে দিল্লি কামাক্ষা এক্সপ্রেস ব্রহ্মপুত্র মেল Iবেলাকোবা স্টেশন সূত্রে জানা গিয়েছে। ইঞ্জিন খারাপ হবার জন্য দীর্ঘ প্রায় সাড়ে চার ঘন্টা ধরে দাঁড়িয়ে বেলাকোবা স্টেশনে অসুবিধার মুখে যাত্রীরা স্টেশনের জল অযোগ্য এমনটাই জানিয়েছেন যাত্রীরাতবে পরবর্তীতে রেল কর্তৃপক্ষ জলের ব্যবস্থা করে দেন ,ঘটনা স্থলে আসে বেলাকোবা ফারির পুলিশ  এবং রেল পুলিশ কঠোর নিরাপত্তা দিচ্ছে রেল স্টেশনে।"তবে প্রশ্ন একটাই অবরোধের যেরাই দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাকি ইঞ্জিন খারাপের জন্য" ?
বেলাকোবা স্টেশন থেকে ট্রেনটি ছাড়েদুপুর ১১:২১ নাগাদ I


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন