কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
সিতাই ,সনদ বর্মন, ৩ নভেম্বর: সিতাইয়ে ৫৩৭ সিঙ্গীমারী আমতলা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
বিজেপির অভিযোগ তাদের লক্ষ্য করে ইট,পাথর ছুড়ে মেরেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এছাড়াও সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন আমাদের পূর্বের কর্মসূচি হিসেবে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন উপস্থিত থাকা সত্বেও তৃণমূল দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা করে। এই বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে সংশ্লিষ্ট এলাকায় মন্ত্রীর কনভয়ে রাস্তার ধারে থাকা কয়েকজন কালো পতাকা নিয়ে থাকা অবস্থায় বিজেপি কর্মীদের দলীয় পতাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মারধর করে।
সেই ঘটনায় বিজেপি কর্মী জয়দীপ মন্ডল ও প্রতাপ বর্মন আহত হয়। এরপর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কালো পতাকাধারীদের ৩টি মোটরবাইক ভাঙচুর করে। ঘটনাস্থলে পুলিশ সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ করে দেয়। এদিন মন্ত্রী ৫৩৭ সিঙ্গীমারী আমতলা, জাটিগারা, গাবুয়া কালিরহাট, সহ একাধিক জায়গায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি যান।
এদিন তিনি আরও বলেন খুব দ্রুত শুধু পশ্চিমবঙ্গ নয়,গোটা দেশে CAA লাগু হবে। এছাড়াও তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।