আজ ছট পুজো, শেষ মুহূর্তের প্রস্তুতি
পবিত্র রায়, রাজগঞ্জ, ৩০ অক্টোবরঃ তালমা নদীর ঘাটে চলছে ছট পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।
ছট পুজোর বাকি আর মাত্র কয়েকঘন্টা।বিভিন্ন যায়গায় মত রাজগঞ্জের ব্লকের বেলাকোবা তালমা নদীতে চলছে জোর কদমে অস্থায়ীভাবে ছট ঘাট নির্মাণের কাজ।
ছটঘাট তৈরিতে ব্যস্ত কৃশানু রায় জানান, সাহেব বাড়ি ,কেবল পাড়া পাড়ার তালমা নদীর পারে ছট ঘাট তৈরির কাজ চলছে।এই এলাকার মানুষ ছট ঘাট নির্মান করছেন।গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে।বিকেল থেকেই কয়েক হাজার মানুষের সমাগম হবে বলে জানান তিনি। সকাল থেকেই রয়েছে পুলিশের কড়া নজরদারি