অ্যাসিড পোকায় আক্রান্ত সভাধিপতির ছেলে



বারবিশা,নিমাই চাঁদ: এসিড পোকায় আক্রান্ত বারোবিশার বাসিন্দা স্নেহাশিষ দাস। তিন দিন আগে সামান্য উপসর্গ দেখা দেয় তার যদিও সে বর্তমানে লেখাপড়ার সূত্রে দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে।   
তিনদিন আগেই সে বারবিশা থেকে দক্ষিণ দিনাজপুরে যায় বলে জানা গিয়েছে ।
এই বিষয়ে স্নেহাশীষের মা তথা আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার জানান ছেলের শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে।জ্বালা যন্ত্রনা রয়েছে।খুব শিঘ্রই  ছেলেকে বাড়িতে নিয়ে আসব। পরিস্থিতি মোকাবেলায় জেলা স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আবেদন জানাচ্ছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন