একুশে জুলাই ধর্মশালায় শহীদ দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা
নুর আইন, মালদা: ৫ জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং জেলা সভাপতির আব্দুর রহিম বক্সির, হরিশ্চন্দ্রপুর বিধানসাভার বিধায়ক তাজিমুল হোসেন, চাচল বিধানসভার বিধায়কদের নীহার রঞ্জন ঘোষের উপস্থিতিতে হরিশ্চন্দ্রপুর ধর্মশালায় হলঘরে একুশে জুলাই ধর্মশালায় শহীদ দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত করলো হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস। এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বলছি বলেন প্রায় দু'বছর পর একুশে জুলাই শহীদ দিবসের কলকাতা ধর্মতলায় জামায়াতের যে নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তুতি হিসাবে এ দিন হরিশ্চন্দ্রপুর ধর্মশালায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সভা করা হলো। এই সভায় মাধ্যমে কি করে ধর্ম তলায় জমায়েত করা যাবে এবং যারা যাবে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া এবং থাকার ব্যবস্থা করা হবে সেইদিকে গুরুত্ব দেওয়ার জন্য আজকে এই সভা।
হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজিম হোসেন বলেন হরিশ্চন্দ্রপুর এক এবং দুই নং ব্লকের সমস্ত কর্মীদেরকে নিয়ে একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবস শের ডাক দেওয়া হয়েছে তার এই প্রস্তুতির সভা আজ হরিশ্চন্দ্রপুর ে আয়োজন করা হয়।
এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নং ব্লক সভাপতি মানিক দাস, ২ নং ব্লক সভাপতি মোঃ হযরত আলী, জেলা পরিষদের নারী ও শিশু নারী কর্মদক্ষ া মার্জনা খাতুন, হরিশ্চন্দ্রপুর এক নং ব্লক যুব সভাপতি জিয়াউর রহমান, 2 নং ব্লক সভাপতি মনোতোষ ঘোষ,তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান এবং বুলবুল খান ও অন্যান্য কর্মী সমর্থকেরা।