শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসবে মেতে উঠলেন তপন এলাকার মানুষ।
বিদ্যুৎ কুমার মাহাত, তপন:রাত পোহালেই উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের পাশাপাশি সারা ভারতবর্ষ ব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রার দড়িতে টান পড়বে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা অসুস্থতা কাটিয়ে ছুটি কাটাতে যাবেন তার মাসির বাড়ি। সারা দেশের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলার লস্করহাটেও শতাব্দী প্রাচীন রথযাত্রা উৎসবে মেতে উঠবেন এলাকার মানুষ। গত দু'বছর করোনার সংকটের কারণে রথের রশিতে টান পড়লেও এলাকার মানুষ সেভাবে রথের উৎসবে শামিল হতে পারেননি। এই বছর করোনার প্রভাব কেটে যেতেই টাকার মানুষ পূর্বের মতোই রথযাত্রা উৎসবে মেতে উঠেছেন। এলাকার মানুষ আজ থেকেই আগাম প্রস্তুতিতে মত্ত। আমাদের ক্যামেরায় ধরা পরল সেই চিত্র।