প্রথম স্থান অধিকার করে 481 নম্বর পেয়ে সারিয়াম যশোদা হাইস্কুলে স্কুলের ছাত্রী পূজা বর্মন তাকে আবারো সংবর্ধনা দিলেন সমাজসেবক সংগঠন


পবিত্র রায় রাজগঞ্জ 19 ই জুনঃ  রাজগঞ্জ ব্লকের সারিয়াম যশোদার হাই স্কুলে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সুনাম অর্জন করল স্কুলের পড়ুয়া পূজা বর্মন ।তার প্রাপ্ত নম্বর 481।পরীক্ষার ফলাফল  ভালো হোয়াতে খুশি পরিবারের সকলে।কুকুর যার গ্রাম পঞ্চায়েতেরডাঙ্গাপাড়া এলাকায় তার বাড়ি। উচ্চ মাধ্যমিক  পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পরেই পূজাকে  শুভেচ্ছা জানাতে ঢল নেমেছে I 
আজ একটি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে তাকে আবারও সংবর্ধনা দেওয়া হয় I
পূজার বাবা পেশায় দিনমজুর Iপূজার বাবা বাবলু বর্মন জানান মেয়েকে আরো পড়াতে চাই ,যদি সরকারি কোন সহযোগিতা পাই তো খুবই উপকৃত হব I পূজা  জানান,"আমি ফল ভালো হওয়ার বিষয়ে আশাবাদী ছিলাম।"

অন্যদিকে দীপায়ন দত্ত জানান আজ যেভাবে তাকে আজ সংবর্ধনা দেওয়া হল পরবর্তীতে কোন সুবিধা-অসুবিধা সময় পাশে থাকব Iসে যেন ভবিষ্যতে আরও নাম করতে পারে I

এ সংবর্ধনা উপস্থিত ছিলেন সমাজসেবী দীপায়ন দত্ত প্রসেনজিৎ দাস মনিন্দ্র নাথ রায় I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন