করোবি বর্মন বারোবিশা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 479 নম্বর ফলাফল পেয়ে প্রথম স্থান অর্জন করে তাই আজ তাঁকে সংবর্ধনা দিলেন
বারোবিশা: আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা লস্ক পাড়ার বাসিন্দা করোবি বর্মন বারোবিশা হাই স্কুলে 2022 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় 479 নম্বর ফলাফল পেয়ে প্রথম স্থান গ্রহণ করেছেন তার পরিবার জানায় যে তারা খুবই গর্বিত যে তাদের পরিবারের একজন সদস্য করোবি বর্মন বারোবিশা হাই স্কুলের মধ্যে প্রথম স্থান গ্রহণ করতে পেরেছেন তবে তার পরিবার আরো জানান যে বারোবিশা হাইস্কুলে খুবই ভালো পড়াশোনা হয় , আজ সকালে প্রথমেই বিজেপির নেতৃত্বরা করোবি বর্মন কে সম্মোধনা জানান , তার সাথে আলিপুরদুয়ার জেলা পরিষদ সভাধি পতি শ্রীমতি শিলা দাস সরকার করোবি বর্মন কে সম্বোধনা জানান , বিজেপি নেতৃত্বরা এবং আলিপুরদুয়ার জেলা পরিষদ সভাধিপতি শ্রীমতি শিলা দাস সরকার জানান যে করোবি বর্মন আমাদের গর্ব সে বারোবিশা হাই স্কুল থেকে 479 নম্বর ফলাফল পেয়ে প্রথম স্থান গ্রহণ করেছেন তবে তারা আরও জানান যে আগামী দিনে আমরা তার পাশে আছি এবং আরো বলেন জে করোবি বর্মন আগামী দিনে যেনো আরো ভালো সাফল্য অর্জন করতে পারে
আসুন আমরা শুনেনি করোবি বর্মন এর পরিবার এর কিছু বক্তব্য l