অগ্নিপথ প্রত্যাহার ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেনস্থার দাবিতে হরিশ্চন্দ্রপুরের রাজপথে অবস্থান বিক্ষোভ


নুর আইন, মালদা: ২৭জুন:''আধে রুটি খায়েঙ্গে কংগ্রেস কো লায়েঙ্গে, কংগ্রেস সে যো  টাকরায়েগা চুর চুর হো যায়েগা''স্লোগানকে সামনে রেখে অগ্নিপথ প্রত্যাহার ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেনস্থার দাবিতে হরিশ্চন্দ্রপুরের রাজপথে অবস্থান বিক্ষোভে শামিল হল কংগ্রেসের নেতা কর্মীরা।

উল্লেখ্য  ভারত সরকারের অগ্নিপথ নিয়োগের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য অটল ভারত সরকার। কিন্তু অগ্নিপথ নিয়োগ প্রত্যাহারের জন্য বিভিন্ন রাজ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। পাশাপাশি এদিন হরিশ্চন্দ্রপুরের অগ্নিপথ নিয়োগ প্রত্যাহার দাবী নিয়ে পথে পথে নামলো কংগ্রেসের নেতা কর্মীরা। হরিশ্চন্দ্রপুরের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম এর উদ্যোগে এদিনের কর্মসূচি। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিভিন্ন এলাকার কংগ্রেসের নেতাকর্মী এবং সর্মথকরা।

এ প্রসঙ্গে মুস্তাক আলম বলেন কেন্দ্রের মোদী - অমিত শাহ "সবকা সাথ সবকা বিকাশ" প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কিছু করতে পারেননি। পাশাপাশি কেন্দ্র সরকার অগ্নিপথ স্কিম চালু করতে চলেছেন সারা ভারত জুড়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তা প্রত্যাবর্তন করা হোক। কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে রাহুল গান্ধীকে হেনস্তা করছে। পাশাপাশি একাধিক কংগ্রেস নেতাকেও হেনস্থা করেছে এরই প্রতিবাদে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন