নেতাদের প্রতিশ্রুতি শুনতে শুনতে কেটে গেল কয়েক দশক,কোনো রাজনৈতিক দলই প্রতিশ্রুতি রাখেনি


রাজগঞ্জ, ২৮ মে: কংগ্রেস ও সিপিএম গেল, তৃণমূলের চলছে ১১ বছর, নেতাদের প্রতিশ্রুতি শুনতে শুনতে কেটে গেল কয়েক দশক । তারপরও সেতু তৈরি হল না রাজগঞ্জের গৌড়মোটাগছ এলাকার ভুটকি নদীতে । তাই জীবনের ঝুকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে হয় কয়েকটি গ্রামের মানুষকে । সেই বাঁশের সাঁকো গ্রামবাসীরা নিজেরাই তৈরি করেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ রায় বলেন, গ্রাম পঞ্চায়েতের তরফে ওই পাকা সেতু করার আর্থিক সামর্থ্য নেই । বিষয়টি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে । ওই স্থানে একটি লোহার ফুটব্রিজ তৈরি করার চেষ্টা চলছে । 
রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বাদলাগছের গৌড়মোটাগছে ভুটকি নদীর উপর একটি পাকা সেতু অনেক বছর থেকে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে । ফলে গৌড়মোটাগছ , বাদলাগছ, দেমদেমা সহ নদীর দুই পাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াতের সমস্যার মধ্যে রয়েছেন । বর্ষাকালে স্কুল পড়ুয়ারা বেশি সমস্যায় পড়ে । স্থানীয় বাসিন্দা বলিন রায় বলেন, ওই সেতু তৈরি করার জন্য বাসিন্দারা কংগ্রেসের আমল থেকে দাবি জানিয়ে আসছেন । তারপর সিপিএমের ৩৪ বছর কেটে গেল । এখন বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের ১১ বছর চলছে । সব দলের নেতারাই ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছে  কিন্তু সেতু আজও তৈরি হয়নি । এলাকাবাসীর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সেতুর দাবিতে সবাই একাট্টা ।
স্থানীয় বাসিন্দা দীপিকা রায়, সৌগত রায় ও মানব রায় বলেন, বর্ষাকালে প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে হয় । এছাড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়, পঞ্চায়েত সমিতির কার্যালয়, থানা, বিডিও অফিস, কলেজ সহ গুরুত্বপূর্ণ প্রয়োজনে গন্তব্যস্থলে যেতে তারা সমস্যায় পড়ছেন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন