আগাছানাশক ব্যবহার করে বিঘা বিঘা জমির পাট গাছ নষ্ট
মানিকচক:-পাটের জমি থেকে আগাছা মেরে ফেলতে জমিতে আগাছা নাশক প্রয়োগ করে বিঘা বিঘা পাট গাছ নষ্ট।ফলে মাথায় হাত পরেছে মালদার মানিকচকের বহু কিষকের।নষ্ট হয়েছে প্রায় ৮০ বিঘা জমির পাট গাছ।মঙ্গলবার,মানিকচক থানায় উপস্থিত হয়ে প্রায় ৩০ টি কৃষক পরিবার সার বিক্রতার বিরুদ্ধে অভিযোগ করেন পাশাপাশি ক্ষতিপূরণের দাবিও করেন।
কৃষকদের অভিযোগ,পাটের জমি থেকে আগাছা নষ্ট করতে আগাছা নাশক ব্যবহার করেছিলেন কৃষকেরা।কীটনাশক ব্যবহারের কয়েক দিন পর দেখা যায় পাট গাছ গুলি হলুদ হয়ে মারা যায়।ফলে কীটনাশক বিক্রিতা রাজু সাহার উপর ক্ষোভে ফেটে পরে পাট চাষিরা।এবিষয় নিয়ে সুবিচার পাওয়ার আশায় মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ক্ষতিপূরণের দাবিও তুলেন চাষিরা।
এবিষয়ে পাট চাষি শেখ হামিদুর বলেন,পাট জমি থেকে আগাছা নিমূল করতে আমরা যারা রাজু সাহার দোকান থেকে আগাছানাশক নিয়ে ব্যবহার করেছি তাদের জমির পাট নষ্ট হয়েছে।আমরা ক্ষতিপূরণের দাবি করছি।
কীটনাশক বিক্রেতা রাজু সাহা জানান,আমি দীর্ঘদিন ধরে এই কীটনাশক বিক্রি করছি।কোনদিনও এমন অভিযোগ পায়নি।আমি কোম্পানির কাছে সব ঘটনা জানিয়েছি।ক্ষতিপূরনের ব্যবস্থা করলে কোম্পানি করবে।