সীমান্তের কাটা তারের ওপারে ভারতের বেস কিছু চা ব্যবসায়ীর চা বাগানে দুস্কৃতির তাণ্ডব ,আতঙ্কে এলাকাবাসী
রাজগঞ্জ: সীমান্তের কাটা তারের ওপারে ভারতের বেস কিছু চা ব্যবসায়ীর চা বাগানে দুস্কৃতির তাণ্ডব, এর ফলে বড়োসড়ো ক্ষতির সম্ভাবনা চা ব্যবসায়ীদের, প্রশাসনকে লিখিত আকারে জানিয়ে কোন সুরাহা পাচ্ছে না, আতঙ্কে রয়েছে বেশ কিছু চাওয়া ব্যবসায়ী, রাজগঞ্জ ব্লকের চাউল হাটি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে বেশকিছু ব্যবসায়ী চা বাগান রয়েছে, সেই চা বাগানে যাওয়া মাত্র বাংলাদেশীদের হুমকির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের, এ রকমই থাকবি এলাকার ব্যবসায়ীদের, এই বিশয়ে এলাকার বেশ কিছু ব্যবসায়ী জানান কিছুদিন আগে কাঁটাতারের ওপারে চা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিক দের নজরে আসে বাংলাদেশের কিছু দুষ্কৃতী ভারতের কাঁটাতার কেটে গরু পাচার করছে, সাথে সাথে বিএসএফকে জানানো মাত্র দুই বাংলাদেশী দুষ্কৃতীকে গ্রেফতার করে, সেই ঘটনার পর থেকে বেশকিছু বাংলাদেশি দুষ্কৃতী চা বাগানের ব্যবসায়ী ও শ্রমিকদের অনবরত হুমকি দিয়ে যাচ্ছে, এই বিষয়ে লিখিত আকারে রাজগঞ্জ থানায় জানানো হলেও কোনো সুরাহা পাওয়া যায়নি, সেই কারনে আতঙ্কে রয়েছে চা বাগানের ব্যবসায়ী ও চা শ্রমিকরা, ব্যবসায়ীদের দাবি অবিলম্বে এর সুরাহা করা প্রয়োজনl