দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা ডাম্পারের


মালদা:-জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা ডাম্পারের। তাতে গুরুতর জখম হলো ডাম্পারের চালক । সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ডাম্পারের সামনের অংশ ভেঙে আহত চালককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। পরিচালকের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কের একটি অংশ অবরুদ্ধ হয়ে পড়ে পরে । কালিয়াচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, পণ্য বোঝাই লরি চালক জালালপুর এলাকার রাস্তার ধারে গাড়িটি থামিয়ে লিচু কিনছিলেন । সেই সময় পিছন দিক থেকে একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে। তাতেই এই দুর্ঘটনাটি ঘটে।

মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন