আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক বিজেপি কর্মকর্তা।


,জলপাইগুড়ি, রাজগঞ্জ;- 

আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক বিজেপি কর্মকর্তা।
ধৃত যুবকের নাম রসরাজ সরকার(৪০)। বাড়ি রাজগঞ্জে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই বিভিন্ন থানা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। 
রাজগঞ্জ থানা সূত্রে দাবি করা হয়েছে, রবিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে অভিযুক্তকে কালীনগর এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউণ্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। সোমবার ধৃতকে অস্ত্র আইনের ধারায় অভিযুক্ত করে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
বিচারক অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে তাকে আগামী ১৮ই মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

এদিকে আদালতে পেশের আগে অভিযুক্ত রসরাজ সরকার দাবি করেন, বিজেপি করায় তাকে মিথ্যে মামলায় ফাসানো হয়েছে।

একই অভিযোগ তুলেছে জলপাইগুড়ির বিজেপি নেতৃত্ব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন