পানীয় জলের সমস্যায় এলাকাবাসী
মানিকচক;যেখানে রাজ্য সরকার পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।ঠিক তখুন ভিন্ন চিএ দেখা গেল।বাড়ছে প্রখর গরম।প্রায় ছয় মাসধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন মালদার মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকার প্রায় কয়েক হাজার স্থানীয় বাসিন্দা।জানা গেছে,জনবহুল একটি এলাকা।এ গ্রামে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস।এই গ্রামে বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে।গ্রামের মধ্যে অর্সেনিক মুক্ত পানীয় জলের কল দেখা গেলেও তা শুধু দেখার জন্য।আসছে না বিশুদ্ধ পানীয় জল।ফলে এই তীব্র গরমে পানীয় জলের সমস্যার মুখে পরেছে স্থানীয় বাসিন্দারা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা সবিতা রায় বলেন,এই গ্রামে আনুমানিক ছয় মাস ধরে পানীয় জল আসে না।ফলে আমাদের এখন অর্সেনিক যুক্ত নলকূপের জল পান করতে হচ্ছে।কেউ কেউ ২০ টাকা ২৫ টাকা দরে এক জার জল কিনে খেতে খাচ্ছে।স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত পানীয় জলের সমস্যা দূর করুন।
এবিষয়ে মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডলের সাথে ফোন মারফত যোগাযোগ করলে বিষয়টি জল দফতরের সাথে কথা বলে খতিয়ে দেখার আশাস দেন।