ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ! মাথায় হাত কৃষকদের


নুর আইন,মালদা;;০৫এপ্রিল: ভয়াবহ আগুনে পুড়ে ছাই একশত বিঘা গমের মাঠ। মাথায় হাত চাষিদের। অগ্নিকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বোয়ালমারি মাঠে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কুশিদা,রাজল, ভগবানপুর,বিঝোট,বাগমারা,দৌলা ও গজকাটা এলাকার প্রায় শতাধিক কৃষক।

স্থানীয় সূত্রে খবর,গমের নাড়া পোড়াতে গিয়েই আগুন ছড়িয়ে পড়ে।আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয় কয়েকশো বিঘা গমের জমি।দমকলের কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা‌ নিয়ন্ত্রণ করতে পারেননি। কিন্ত আগুন নিয়ন্ত্রনে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিঘার পর বিঘা গমের জমি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন