রাজগঞ্জের সুখানি অঞ্চলের তেলিপাড়ায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাজগঞ্জ ,4 এপ্রিল : রাজগঞ্জের সুখানি অঞ্চলের তেলিপাড়ায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিপক রায় (২৩)। পরিবারের সকলেই দিনমজুরির কাজ করেন। গত সরস্বতী পুজোয় বাইক দুর্ঘটনায় মাথায় চোট লাগে। এরপর থেকেই ব্যবহারে পরিবর্তন দেখতে পান সকলেই। রবিবার বিকেলে ফাঁকা বাড়িতেই গলায় দড়ি দেয় দিপক। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। মৃতের মা রেখা রায় জানান, ছেলে নদীর মাছ ক্ষেতে চেয়েছিল। তাই দুপুরে আবদার মেটাতে বাজারে গিয়েছিলেন। মাকে কিছুটা এগিয়েও দেয় দিপক। প্রায় আধঘণ্টা বাদে বাড়িতে ফিরে এসে দেখতে পান, দিপক গলায় দড়ি দিয়ে ঝুলছে। ঘটনার খবর পেয়ে পুলিশ বাড়িতে আসে। দেহ ময়নাতদন্তের পর সোমবার বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে।