কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এর রাজগঞ্জ ব্লক কমিটি গঠিত
রাজগঞ্জ: কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এর রাজগঞ্জ ব্লক কমিটি গঠিত হলো আজ বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ফারাবাড়ী আদর্শ পল্লীতে।সাত জনের একটি কমিটি গঠিত হয় কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে।আজকের মিটিংয়ে রাজগঞ্জ ব্লক কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে অমল রায় বিশ্বজিৎ রায়। কে এস এর সভাপতি সনজিৎ রায় বলেন আগামী দিনে সারা উত্তরবঙ্গে সমস্ত ব্লকে নতুন কমিটি গঠিত হবে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধীর রায়, সহ-সভাপতি বুধারু রায়,মনোরঞ্জন রায় ,সহ কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব।কামতাপুর ছাত্র সংগঠনের সভাপতি সনজিত রায়, অনুপ রায়, রমেন রায় সহ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।