আগ্নেয়াস্ত্র সহ 1 ধৃতকে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ।
রাজগঞ্জ: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 1 ধৃতকে রাজগঞ্জ
থানার পুলিশ।
(পাইপগান)ওয়ান শাটার পিস্তল সহ গ্রেফতার 1 বেলাকোবা পুলিশ এর হাতে গতকাল রাতে রাজগঞ্জের ফকোটিয়া মোড় থেকে, রাজগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায় গোপন খবরের ভিত্তিতে রাজগঞ্জ ব্লকের ফকোটিয়া মোরে অভিযান চালিয়ে সুমন্ত রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার অধিন বেলাকবা পুলিস ফাড়ির পুলিস, সুমন্ত রায় এর কাছ থেকে পাওয়া যায় একটি ওয়ান শাটার পিস্তল, সুমন্ত রায়ের বাড়ি রাজগঞ্জ বিধানসভার অধীন বাড়ো পাটিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন বস গ্রামে, পুলিস সুত্রে জানা যায় গোপন খবরের ভিত্তিতে সুমন্ত রায় কে ধরা হয়, তার থেকে উদ্ধার হয় পিস্তলটি, কিন্তু কী কারণে পিস্তল রেখেছে তা তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ, আজ জলপাইগুড়ি কোর্টে তোলা হয় সুমন্ত রায় কে !