অনলাইনে মোবাইলের বদলে মিলেছে চার্জার ও ডেটা কেবল


রাজগঞ্জ: অনলাইনে অর্ডার করে মোবাইলের বদলে মিলেছে চার্জার ও ডেটা কেবল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পার্সেল খোলার দৃশ্য। নামী অনলাইন শপিং কোম্পানির ডেলিভারি বয়কে আটকে রাখলেন গ্রাহক। খবর দেওয়া হল ওই কোম্পানির আধিকারিকদের। ঘটনায় চাঞ্চল্য  রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলায়। 

রাজগঞ্জ ব্লকের বটতলার দোকানমালিক তপন  রায় দিন চারেক আগে একটি মোবাইল ফোনের অর্ডার দেন।মঙ্গলবার সেটি এসে পৌঁছয়। ডেলিভারি বয়ের সামনেই পার্সেল খুলে চমকে উঠলেন তপনবাবু। মোবাইল নেই বাক্সে। তার জায়গায় রয়েছে শুধুমাত্র চার্জার এবং একটি ডাটা কেবল। দোকানের সিসিটিভিতে ধরা পড়ল ওই পার্সেল খোলার ছবি।

মোবাইল না মেলায় ডেলিভারি বয়কে সেখানে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় কুরিয়ার সার্ভিস অফিস ও অনলাইন শপিং কোম্পানির আধিকারিকদের। আমাদের সংবাদমাধ্যমকে তপনবাবু বলেন, মোবাইল না পেলে তিনি থানার দ্বারস্থ হবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন