বিদ্যুৎপৃষ্ট হয়ে বন্যপ্রাণীর মৃত্যু রুখতে বৈঠক করে বনদপ্তর ।


রাজগঞ্জ, ৫ এপ্রিল:  বিদ্যুৎপৃষ্ট হয়ে বন্যপ্রাণীর মৃত্যু রুখতে বৈঠক করে বনদপ্তর । মঙ্গলবার রাজগঞ্জের বোদাগঞ্জে বনদপ্তরের গেস্ট হাউসে বৈঠক করা হয় ।
বনবস্তি ও বনসংলগ্ন এলাকার কৃষক ও চা বাগান মালিকদের একাংশ বন্যপ্রাণীর হাত থেকে ফসল বাঁচাতে বিদ্যুৎবাহী তার বা ব্লেডতার দিয়ে ঘিরে রাখে । এতে বন্যপ্রাণী আহত হওয়ার পাশাপাশি মৃত্যুও হয় । এতদঞ্চলে বিদ্যুৎপৃষ্ট হয়ে কয়েকটি হাতির মৃত্যু হয়েছে ।  কয়েকদিন আগে রাজগঞ্জের গজলডোবা এলাকার টাকিমারি চরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়।
এপিসিসিএফ উজ্জ্বল ঘোষ বলেন, জনবসতি গড়ে ওঠায় হাতি চলাচলের করিডোর হারিয়ে গিয়েছে । এছাড়া খাদ্যের সন্ধানে হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে । কিন্তু বনবস্তি ও বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের একাংশ তাদের ফসল বাঁচাতে বিদ্যুৎবাহী তার দিয়ে ঘিরে রাখে। সেই বিদ্যুতে বন্যপ্রাণীর মৃত্যু হয় । সেব্যাপারে মানুষকে সচেতন করতে যৌথ বন পরিচালন কমিটির সদস্য ও বনবস্তির বাসিন্দাদের নিয়ে শিবির করা হয় । উপস্থিত ছিলেন এপিসিসিএফ উজ্জ্বল ঘোষ, সিসিএফ সমীর গজমের, বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণান, এডিএফও জয়ন্ত মন্ডল ও মঞ্জুলা তির্কি সহ শালুগাড়া, ডাবগ্রাম, আমবাড়ি ও বেলাকোবা রেঞ্জের আধিকারিকরা। এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পুর্নিমা রায় ও বিদ্যুৎ সরবরাহ দপ্তরের অফিসাররা।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন