পৌরসভার দায়িত্ব পেয়ে ওয়ার্ডে ঘুরে ঘুরে পরিদর্শন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
পার্থ ঝা,মালদা;চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ইংরেজবাজার পৌরসভার 25 ও 29 নম্বর ওয়ার্ডে নিকাশি নালার এবং জলা জমি ভরাটের তদারকি করলেন ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দির্ঘদিন ধরে বেশ কিছু এই এলাকায় জবরদখল বেআইনি ভরাট এবং নিকাশি নালার খানিকটা অংশ জুড়ে বিভিন্ন ধরনের নির্মাণ হওয়াই অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের বিষয়টি জানতে পেরে এদিন সকালে ওই সরোজমিনে পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন নিকাশি নালা দখল করে নির্মাণ হয়ে থাকে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।