পথ ভোলা এক শিশুকে উদ্ধার করল বড়বাড়ি এলাকায় এক গ্রামবাসী
বেলাকোবা: পথ ভোলা এক শিশুকে উদ্ধার করলো গ্রামবাসী বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে নিজের ঠিকানা বলতে পারলেও নাম এবং পরিবারের নাম বলতে পারছেন শিশু টি নাম সুনিল মারান্ডি বাবার নাম শুনি রাম মারান্ডি I বেলাকোবা বড়বাড়ি গ্রামের বাসিন্দারা জানান পহেলা বৈশাখের বিকেল অর্থাৎ শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ রেললাইনে ঘুরতে দেখে কার্তিক দেবনাথ নামে এক ব্যক্তি রেলগেট নাম্বার 9/ 10 এর মাঝামাঝি I ঘটনাস্থলে যান মনুরায় শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন ,মনু রায় একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ , তিনি জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে ,আমি চাই সুনীল যেন তার বাড়িতে পৌঁছতে পারে এটা ভগবানের কাছে প্রার্থনা করি I