সাপের মেলার উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক


,

রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত পানিকৌরি অঞ্চলের ফকির ঢিপে সাপের মেলার শুভ উদ্বোধন করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এই এলাকার সমাজসেবী অমল কুড়ি ও মহঃ সোলেমান। 

 শুরু হয়েছে সকাল থেকে মনসা পূজো,  এই পুজো চলবে 7 দিন,  পুজো উপলক্ষে মেলার আয়োজন করা হয়, মেলা চলবে তিন দিন,  বিধায়ক জানায় বেশ কয়েক বছর আগে এই স্থানে দুটো সাপ এসেছিল, প্রায় ছয় মাস থাকার পর সাপ দুটো মারা যায়,  গ্রামের মানুষ তারপর থেকেই পুজো করে আসছে,  প্রতিবছর এখানে পুজো দিতে বিভিন্ন জায়গার মানুষ হাজির হয়, আর এই পুজো উপলক্ষে মেলার আয়োজন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন