হাতির তাণ্ডবে ভাঙলো ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের মিলন পল্লী এলাকায়,


হাতির তাণ্ডবে  ভাঙলো ঘর, অল্পের জন্য প্রাণে বাঁচলো এক ব্যক্তি, ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জ ব্লকের মিলন পল্লী এলাকায়,  বৈকন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এসে রাজগঞ্জ ব্লকের মিলন পল্লীগ্রামে তাণ্ডব চালায় গতকাল রাতে  একটি হাতি, মিলন পল্লি গ্রামের  প্রহ্লাদ সরকার নামের ব্যক্তির বাড়িতে  তাণ্ডব চালায়, সেই সময়  ঘরের মধ্যে শুয়ে ছিল প্রহ্লাদের দাদা,  হঠাৎ হাতির শুঁড় দেখতে পেয়ে আঁতকে ওঠে,  কোনক্রমে প্রাণে বেঁচে পালিয়ে যায়   দাদা,  এই বিষয়ে প্রহ্লাদ সরকার জানায়  গতকাল গভীর রাতে একটি হাতি বাড়ির ভেতরে ঢুকে যায়,  বাড়ির সমস্ত গাছপালা নষ্ট করে ঘর ভাঙতে শুরু করে,  সেই সময়ে ঘরে দাদা ছিল,  ঘর ভেঙে হাতির শুঁড় মশারি ছিড়ে দাদার সামনে চলে আসে কোনোক্রমে টের পায়, সাথে সাথে বিছানা থেকে পালিয়ে যায়, মাঝেমধ্যে গ্রামে এসে হাতির তাণ্ডব চালায়, এর ফলে আতঙ্কে রয়েছি আমরা,

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন