Crime :আল্লু অর্জুনের ছবি পুষ্পা"। একটি সুপারহিট ছবি। "ঝুকেগা নেহি সালা’,পুষ্পা এতই ভালো লেগেছে লাল চন্দন পাচার করতে গিয়ে গ্রেপ্তার
আল্লু অর্জুনের ছবি পুষ্পা"। একটি সুপারহিট ছবি। ঝুকেগা নেহি সালা’,পুষ্পা এতই ভালো লেগেছে লাল চন্দন পাচার করতে গিয়ে ‘অ্যারেস্ট হো গেয়া সালা’
ব্যুরো রিপোর্ট: দেশ জুড়ে ঝড় তুলেছে "আল্লু অর্জুনের ছবি পুষ্পা"। একটি সুপারহিট ছবি। সব ভাষাতেই কামাল করেছে ছবিটি। কিন্তু সেই ছবিকে কেন্দ্র করে এরকম কিছু হতে পারে টা হয়তো কেউ কল্পনা করতে পারে নি। সম্প্রতি বেঙ্গালুরু থেকে এমনই একটি ঘটনা উঠে এসেছে সকলের সামনে যা সবাইকে অবাক করেছে। সিনেমাটিতে বেশ কিছু পদ্ধতিতে পাচার করা দেখানো হয় আর তার থেকেই বুদ্ধির জন্ম নেয় এক ব্যক্তির,
কিন্তু ব্যক্তি ভুলে যায় যে এক্ষেত্রে তার সামনে আসল পুলিশ থাকবে সিনেমার পুলিশ নয়।
সূত্রের খবর অনুযায়ী, ইয়াসিন ঝুনঝুনওয়ালা নামের এই ব্যক্তি কর্ণাটক অন্ধ্র প্রদেশ সীমা থেকে মহারাষ্ট্রের দিকে যাবার রাস্তায় নিজের ট্রাকে করে এই কাঠ পাচার করছিল।
অন্য রাজ্যের সীমা পার করে যখন সে মহারাষ্ট্রের সীমাতে পৌঁছায় তখন মহারাষ্ট্র পুলিশ সাংলি জেলার মেরাজ নগর এর গান্ধী চকে তাকে ধরে ফেলে।
পুলিশ সূত্রে খবর, প্রায় ২.৪৫ কোটি টাকার কাঠ সে ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। জানা গেছে যে অল্লু অর্জুনের পুষ্পা ছবিটি থেকে সে অনুপ্রাণিত হয়েছে।
পুলিশ জানাচ্ছে যে, আগে থেকেই তাদের কাছে খবর ছিল যে এই কাঠ পাচার হতে পারে , তাই বন আধিকারিক দের সাথে মিলে একটি যৌথ অভিযান চালানো হয় এবং এই ব্যক্তিকে ধরে ফেলতে তারা সক্ষম হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ১ টন কাঠ তারা উদ্ধার করে যার মূল্য হতে পারে প্রায় ২.৪৫ কোটি। সেই ব্যক্তির গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিনেমাতে আল্লু অর্জুনকে দেখা যায় ট্রাকে করে কাঠ পাচার করতে এবং কাঠের ওপর ফল সবজি এসব রাখতে! আর সেই একই প্ল্যান করে এই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, এই ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ধারা ৩৭৯ এবং ৩৪ তার ওপর মামলা রুজু করেছে পুলিশ। সূত্রের খবর এই ব্যক্তি ট্রাকের ওপর কোভিড-১৯ এর অন্য অত্যাবশ্যক পণ্যের স্টিকারও লাগিয়ে রেখেছিল। যদিও শেষ পর্যন্ত কোনো কিছুই তার কাজে আসে নি।
এক্ষেত্রে জানিয়ে রাখি ইয়াসিন অনেক কষ্ট করে বেঙ্গালুরুর সীমা পর করেছিল অর্থাৎ তার প্ল্যানে সে সফল হয়েছিল কিন্তু সীমার ওপারে মহারাষ্ট্র পুলিশ তার অপেক্ষায় ছিল।