রাজগঞ্জের লকআউট হওয়া বিস্কুট কারখানা চালু করার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা


রাজগঞ্জ, ৩ ফেব্রুয়ারি: রাজগঞ্জের লকআউট হওয়া বিস্কুট কারখানা চালু করার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা। বৃহস্পতিবার আমবাড়ির সঞ্জয় বিস্কুট কারখানার সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সম্পাদক তপন দে, ইউনিট সম্পাদক নির্মল বর্মন।
আমবাড়ির সঞ্জয় বিস্কুটস কারখানায় প্রায়  ১৫০ জন শ্রমিক কাজ করেন । দুই মাস আগে কারখানা কর্তৃপক্ষ লকআউট ঘোষণা করেন। 
তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সম্পাদক তপন দে বলেন, মালিকপক্ষ সঠিক সময়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন না। বেতন থেকে ইএসআই এবং পিএফ এর জন্য টাকা কেটে নিলেও তা জমা করছেন না। এখনও পুজোর বোনাস দেননি। মালিকপক্ষ শ্রমিকদের ওপর মিথ্যা দোষ চাপিয়ে কারখানা বন্ধ রেখেছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার দ্বিপাক্ষিক বৈঠক ডাকা হলেও মালিকপক্ষ উপস্থিত হয়নি। ১০ দিনের মধ্যে কারখানা চালু না করা সংস্থার হেড অফিসের সামনে ধর্নায় বসা হবে । এব্যাপারে মালিকপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন