Rajganj : অবৈধ পাথর পাচার করার আগে গ্রেপ্তার চালক ও সহযোগী,
রাজগঞ্জ,: বালি পাথরের অবৈধ ব্যবসা দিন দিন বেড়েই চলেছে । এই অবৈধ বালি পাথরের ব্যবসা বন্ধ করতে তৎপর রাজগঞ্জ থানার পুলিশ। গতকাল রাতে বীরপাড়া থেকে চোপড়ার দিকে যাওয়া পাথরের চিপ দিয়ে ওভারলোড করা একটি ট্রাক সহ চালক ও সহকারি চালককে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ।
এ বিষয়ে রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার সুত্রে জানা গেছে অবৈধ ভাবে পাথর পাচার করবার সময় গত কাল রাতে 31 নম্বর জাতীয় সড়কে হাতি মোর থেকে নাকা চেকিং এর সময় পাথর বোঝাই করা লরি তে কাগজ দেখতে চাইলে কোন বৈধ কাগজ দেখাতে পারেনি বলে আটক করা হয়, গ্রেপ্তার করা হয় দুজন কে, এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে, এর বিরুদ্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত চলবে । ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালত পাঠানো হয় I