Sanjoy Dutta:শিলিগুড়ি সুপার মার্কেট থেকে দুটি কচ্ছপসহ গ্রেফতার 1 জন বেলাকোবা রেঞ্জে



বেলাকোবা,পবিত্র রায় : শিলিগুড়ি সুপার মার্কেট থেকে দুটি কচ্ছপসহ গ্রেফতার 1 জন বেলাকোবা রেঞ্জে, বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দপ্তর সূত্রে জানা যায় যে সোমবার গোপন খবরের ভিত্তিতে শিলিগুড়ি সুপার মার্কেট হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলে একজনকে, তার থেকে উদ্ধার দুটি কচ্ছপ, ধৃত ব্যক্তির নাম বৃস্টু দাস, বাড়ি শিলিগুড়ি কাছে বাড়ি ভাসা গ্রামে, ধৃত ব্যক্তিকে জেরা করে জানা যায় যে দীর্ঘদিন হলো বিভিন্ন জায়গা থেকে কচ্ছপ নিয়ে এসে শিলিগুড়ি সুপার মার্কেট এ মাংস বিক্রির উদ্দেশ্যে রাখা হতো কচ্ছপ গুলো কেl

 সেই খবরের ভিত্তিতে সোমবার বৈকুন্ঠপুর ডিভিশনের ভেলাকোপা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত দল নিয়ে হানা দেয়, সেখানেই বিট্টু দাস কে কচ্ছপ সমেত হাতেনাতে ধরে ফেলে, মঙ্গলবার  ধৃত কে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে, এই ধরনের অভিযান লাগাতার চালানো হবে বলে জানায় সঞ্জয় দত্ত I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন