#Belakoba :বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হলো শতাধিক পরিযায়ী পাখির



বেলাকোবা: জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাংলাবান্ধাগ্রামে শতাধিক পরিযায়ী পাখির মৃত্যু কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় /প্রত্যেক দিনের মতো গ্রামের মানুষ মাঠে কাজ করতে যায় তখনই তাদের নজরে আসে একটি বৈদ্যুতিক টাওয়ারের নিচে কিছু কুকুর পরিযায়ী পাখি গুলো কে খাচ্ছে l
তৎক্ষণাৎ গ্রামবাসীরাঘটনাস্থলে গিয়ে দেখেন শতাধিক পরিযায়ী পাখি মনে পড়ে রয়েছে গতকাল ঘটনার কিছুক্ষণ পরেই স্থানীয় পঞ্চায়েত জয়ন্ত রায় বনবিভাগকে খবর দেন এবং তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান বৈকুন্ঠপুর ফরেস্টে বনকর্মীরা ,
গ্রামবাসীরা জানান  এই পাখিগুলোকে টাওয়ারের আশেপাশে মাঝেমধ্যে আসে তবে পাখিগুলো এখানকার নয় এগুলো পরিযায়ী পাখি lকি কারনে মৃত্যু হল পাখিগুলোরতা নিয়ে চিন্তিত গ্রামবাসীl 
 
গ্রামবাসীর অভিযোগ সেই ব্লক বৈদ্যুতিক টাওয়ারের নেই কোন বিপদ জনক "বিজ্ঞপ্তি" I

এই বৈদ্যুতিক টাওয়ার গুলি নির্মিত হয়েছিল তিন বছর আগে l এই টাওয়ারের নিচে গ্রামের ছোট ছোট শিশুরা প্রত্যেক দিনই খেলাধূলা করে. 'I
তার পাশাপাশি একটি বাড়ির উপর দিয়ে গেছে এই বৈদ্যুতিক টাওয়ারের তার  l সেই বাড়ির মহিলা জানান আমরা ভেজা কোন কাপড় শুকাতে দিতে পারিনা ,শরীর শক খাওয়ার মত ঝিমঝিম করে এমনকি বৃষ্টির সময় হাঁটাচলা করার খুব অসুবিধা হয় l
বাড়ির মালিক জানান টাওয়ার কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন