Crime: দুটি হাতির দাঁত সহ তিনজন কে আটক করেন বেলাকোবা রেঞ্জের সঞ্জয় দত্ত
সূত্রের খবর হাতির দাঁতের মূল্য প্রায় 10 লক্ষ টাকা ,একটি চার চাকার গাড়িতে আলিপুরদুয়ার থেকে বিক্রির উদ্দেশ্যে শিলিগুড়ি যাচ্ছিল lগোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে উদলা বাড়ি থেকে বেলাকোবা তিনজন পাচারকারীকে বনকর্মীরা গ্রেপ্তার করে I হাতির দাঁত দুটির ওজন2 কিলো100 গ্রাম l তিন পাচারকারীর নাম মোজাম্মেল হক,জয়নাল হক শামুকতলা বাসিন্দা ,এরশাদ মিয়া কুমার গ্রামের বাসিন্দা I I
এ বিষয়ে বনবিভাগের ডিএফও হরে কিষান জানান সকল বিষয়ে তদন্ত চলছে l