তমলুক পৌরভোটে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মনোনয়নপত্র প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেসের দুই নেতা


পূর্ব মেদিনীপুর: তমলুক পৌরভোটে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মনোনয়নপত্র প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেসের দুই নেতা। 
তাম্রলিপ্ত পৌরভোটে 10 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদন্দিতা করছেন পার্থসারথি মাইতি।




আবার সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার রঞ্জিতা জানা ও কুশধ্বজ জানা নির্দল এর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের টিকিট না মেলায় খুবই তারা নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করে। 




দলের তরফ থেকে তাঁকে নিয়ে বৈঠক করেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। বৈঠকে তারা দুজনে প্রতিশ্রুতি দেয় যে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবে। তমলুকে পৌরসভার ভোটে 10 নম্বর ওয়ার্ডে কর্মীসভায় উপস্থিত হয়ে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র এমনই বক্তব্য পেস করেন।




তমলুক পৌরভোটে 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী পার্থপ্রতিম মাইতির সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবপ্রসাদ মন্ডল, তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া, চিত্ত মাইতি, অর্ণব দেবনাথ,দিব্যেন্দু রায় প্রমূখ ।




তমলুক পৌরসভার নাম পাল্টে তাম্রলিপ্ত পৌরসভা করল রাজ্য সরকার। এই প্রথম পৌরভোটে তমলুক নামটি তাম্রলিপ্ত পৌরসভা হিসাবে পরিচালিত হচ্ছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন