দীঘায় উদ্ধার মৃত ডলফিন!
দীঘা: শনিবার সকালে প্রায় প্রায় সাড়ে ৪ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে ওল্ড দিঘায়৷ সি হক ঘোলা ও মোহনার মাঝামাঝি সৈকত থেকে উদ্ধার হয় ডলফিনটি।
ডলফিনটি প্রায় ৫০ কেজি ওজন। পচন ধরেছে গোটা শরীরে। যার ফলে দূষণ ছড়াচ্ছে গোটা দীঘা এলাকায়। স্থানীয়রা সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন বন দপ্তরের কাছে।
সমুদ্রে ট্রলারের ধাক্কাতেই ডলফিনটির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু দেখার বিষয় এখন আরও এই ধরনের ডলফিন উদ্ধার হয় কিনা!