অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির উদ্যোগে প্রবন্ধ রচনা প্রতিযোগিতা



মেদিনীপুর :অটল বিহারী বাজপেয়ি স্মারক সমিতির উদ্যোগে অটল বিহারী বাজপেয়ী জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর থেকে ৫ ই জানুয়ারি পর্যন্ত এক বিশেষ প্রবন্ধ রচনা লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। 




এই প্রতিযোগিতা বিষয় ছিল "ভারতীয় রাজনীতিতে অনন্যসাধারণ ব্যক্তিত্ব ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ী"
এই প্রতিযোগিতা জেলা, রাজ্য পরিসর ছাড়িয়েও ভিন্ন রাজ্য থেকেও অনেক বাঙালিরা অংশগ্রহণ করেছিলেন। 




এটিতে প্রথম স্থান অংশগ্রহণ করেছিলেন অইসানশ্রী পাইকারা (ভগবানপুর) দ্বিতীয়স্থান অধিকার করেন মানস কুমার দাস (গোরক্ষপুর, উত্তরপ্রদেশ) তৃতীয়স্থান অর্জন করেন সঞ্জয় গিরি দাস (কাঁথি) প্রায় ৫৪ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।




বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধিকারীদের। উপস্থিত ছিলেন অটল বিহারি বাজপেয়ি স্মারক  সমিতির সম্পাদক অশ্বিনী জানা, সভাপতি অনুপ চক্রবর্তী, ডাঃ নিতাই চরণ পাত্র, ডাঃ সুরজিৎ বর্মন, বিশিষ্ট সমাজসেবী সুদাম পন্ডিত, সোমনাথ রায় প্রমুখ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন