ফের বেলাকোবা বন বিভাগের বড়োসড়ো সাফল্য।


 বেলাকোবা,পবিত্র রায় : নেপালের পাচারের পথে শিলিগুড়ির জলপাইমোড় থেকে  প্যাঙ্গুলিনের আশ উদ্ধার করল বৈকুন্ঠপুর বনবিভাগের বেলাকোবা  রেঞ্জের কর্মীরা। এই ঘটনায় তিন  বন্যপ্রান পাচারকারীকে গ্রেপ্তার করেছে বনদফতর। উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে প্যাঙ্গুলিনের আঁশ। ধৃতরা হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।

গোপন সূত্রের খবর পেয়ে, বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ বাগচান ধাবী, ধর্মবীর ধাবী ও দলবীর পাজা নামে তিন সন্দেহ ভাজন ব‍্যাক্তিকে গ্রেফতার করে বন দপ্তর। পরবর্তীতে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় ৪৮ কেজি প্যাঙ্গুলিনের আঁশ উদ্ধার করা হয়েছে।  বন দপ্তর সূত্রে জানা যায়  এই তিন জনের মধ্যে দুজন বাগচান ধাবী ও ধর্মবীর ধাবী হরিয়ানার বাসিন্দা এবং দলবীর পাজা পাঞ্জাবের বাসিন্দা। এর আগেও ২০১৭  সালে বাগচান ধাবী প‍্যাঙ্গুলিনের আশঁ পাচার করার সময় শালুগাড়া রেঞ্জের বনকর্মীদের হাতে গ্রেপ্তার হয়, ঘটনায় তিন বছর জেল খাটে তিনি।  গোটা ঘটনায় তদন্ত চলছে বলে জানান বেলাকোবা রেঞ্জের অফিসার সঞ্জয় দত্ত।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন