#BrakingNews :সিঙ্গারা বিক্রির ন্যায্য দাম চাইতে গেলে সিঙ্গারা বিক্রেতাকে প্রচন্ডভাবে মেরে রক্তাক্ত...


খোয়াই,ত্রিপুরা , শুভঙ্কর দে, 19জানুয়ারি : সিঙ্গারা বিক্রির ন্যায্য দাম চাইতে গেলে সিঙ্গারা বিক্রেতাকে প্রচন্ডভাবে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠাল এক ব্যক্তি। ঘটনা খোয়াইয়ের জামটিলা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, বিশ্বজিত দাস নামে এক সিঙ্গারা বিক্রেতা প্রতিদিনের মতো বুধবারও সিঙ্গারা চপ সহ নানান খাদ্য সামগ্রী বাই সাইকেলে করে বিক্রির উদ্দেশ্যে খোয়াইয়ের জাম টিলা এলাকায় গেলে রবীন্দ্র নাথ নামে এক ব্যক্তি উনাকে 50 টাকার বিনিময়ে পনেরোটি সিঙ্গারা দিতে বলে। 


বিশ্বজিৎ দাস উনাকে জানায় যে এত কম টাকায় উনি 15 টি সিঙ্গারা ওনাকে দিতে পারবেন না। এই কথা শুনেই আচমকা এলোপাতাড়িভাবে আক্রমণ সংগঠিত করে সিঙ্গারা বিক্রেতা বিশ্বজিত দাস এর উপর। বিশ্বজিৎ দাসের।উপর আক্রমণের পাশাপাশি সাইকেল এবং মালপত্রও ভাঙচুর করে রবীন্দ্র নাথ নামে ওই ব্যক্তি বলে অভিযোগ।

 রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বিশ্বজিৎ।সাথে সাথেই খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয় নিরীহ বিশ্বজিৎ দাসকে। 

রক্তাক্ত অবস্থায় সংবাদমাধ্যমকে সিঙ্গারা বিক্রেতা জানায়, আক্রমণকারী রেবতী মোহন নাথ এর ছেলে রবীন্দ্র নাথের বিরুদ্ধে থানায় মামলা করবে সে। সিঙ্গারা বিক্রেতা খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন