Crime :400 কেজি গাঁজাসহ একজন গ্রেফতার করল আমবারি ফাঁড়ির পুলিশ,
আমবাড়ির অধীনস্থ বন্ধু নগর এলাকায় জলপাইগুড়ি শিলিগুড়ি 31 নং জাতীয় সড়কে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাংকার আটক করেন l
তারপরে গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয় , পুলিশ সূত্রে জানা গেছে গাড়িচালককে জেরা করলে জানতে পারে গাজা ভর্তি তেলের ট্যাংকার আসাম থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল I
আমবারি ফাঁড়ির ওসি সজল রায় জানান গাজার বাজারমূল্য প্রায় 20 লক্ষ টাকা ,আসামি নাম বিকাশ রায় বয়স 22 বছর বয়স বিহারের শীতলপুর এর বাসিন্দা l
বুধবার আসামি কেকোর্টে চালান করা হবেl