Crime: ‘সেক্স টয়’ কিনতে চেয়েছিলেন রাজগঞ্জ ব্লকের বেলাকোবার শিক্ষক ,37 লক্ষ টাকা খরচ


জলপাইগুড়ি:  পুতুল কিনতে চেয়েছিলেন। তার জন্য যে ঘটি বাটি বেচতে হবে ভাবতে পারেননি অবসরপ্রাপ্ত  শিক্ষক। সেক্স টয় কিনতে গিয়ে প্রতারণার জালে পড়েন তিনি। আর তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন এক ড্যান্স বারের মালিক। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য  রাজগঞ্জে।
জানা গিয়েছে, রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে বিভিন্নরকম ভাবে প্রলোভন দেখিয়ে  ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক। কীভাবে ও কেন টাকা নেওয়া তাঁর কাছ থেকে?

জানা গিয়েছে, ওই প্রাক্তন শিক্ষক সেক্স টয় কিনতে চেয়েছিলেন। কিন্তু কয়েক দফায় তাঁর কাছ থেকে মোট ৩৭ লাখ টাকা নেওয়া হলেও সেক্স ডল পাননি। এর পর ‘পুতুল’ না পেয়ে থানায় অভিযোগ করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এর পর পবন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজগঞ্জ থানার পুলিশ। তিনি জলপাইগুড়ি জেলার একটি ডান্স বারের মালিক বলে খবর। অভিযুক্তকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি আদালতে। 

 জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “একটি বিশেষ ধরনের পুতুল কিনতে গিয়ে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রতারকদের ফাঁদে পড়ে ৩৭ লক্ষ টাকা খুইয়েছেন। এই মর্মে তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তদন্ত করে পবন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে”। এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পবন দাস বলেন, ‘আমি কিছুই জানি না। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাবহার করা হয়েছে। যেখানে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে’। শেষে আদালত অবশ্য তাঁকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে এলাকায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন