গভীর রাতে দুষ্কৃতীর হানা l পুড়িয়ে দিল বিঘা কে বিঘা জমির ধান
রাজগঞ্জ: শনিবার গভীর রাতে বিঘা কে বিঘা জমির ধানপুড়িয়ে দিল দুষ্কৃতীর দল l ধানের গাদায় আগুন লাগা নিয়ে চাঞ্চল্য এলাকায় l ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢেড়ার বাড়ি এলাকায়l কৃপা চরণ রায়ের পরিবারের ঘটনা l ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছিল বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছে আগুন আয়ত্তে আনে l এই ঘটনায় গ্রামবাসী এবং পরিবারের অভিযোগ কেউ বা কারা শয়তানি করে এই আগুন লাগিয়েছে l প্রায় 8 বিঘা জমির ধান নষ্ট হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি l
বেলাকোবা ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ জানিয়েছেন এখনো পর্যন্ত ওই পারে পরিবারের কেউ কোনো অভিযোগ দায়ের করেন নি I