শীতের শুরুতেই দেখা গজরাজের!*
পশ্চিম মেদিনীপুর , শান্তনু পান : শীতকাল শুরু আর তার মধ্যেই দেখা মিলল শীতের রাত্রে গজরাজের দেখা! পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার রসকুণ্ডু জঙ্গল থেকে চন্দ্রকোনা টাউনের দিকে মেন রাস্তা পার হচ্ছে ২৫ থেকে ৩০ টি হাতির দল।
বুধবার রাত তখন সাড়ে দশটা! রাস্তায় মানুষের ভিড় রয়েছে যথেষ্ট। হঠাৎই সেই সময় একদল হাতি জঙ্গলের পাশ থেকে বেরিয়ে মাঠের দিকে নামছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার করলে এলোমেলোভাবে মাঠের দিকে চলে যায় হাতের দলটি।
যদিও হাতির দলের সঙ্গে ছিল না কোনো বনদপ্তর এর কর্মীরা। বারবার প্রত্যেক বছরই একই প্রশ্ন ওঠে বনদপ্তরের গাফিলতি নিয়ে। হাতি গুলি চাষের জমি নেমে নষ্ট করছে ধান ও রেশন আলু।