চলন্ত মোটর বাইক থেকে ছিটকে পড়ে আহত এক মহিলা ;


-নিজস্ব প্রতিনিধি।।খোয়াই,১লা ডিসেম্বর : চলন্ত মোটর বাইক থেকে ছিটকে পড়ে আহত হলেন এক মহিলা। গুরুতর আঘাতপ্রাপ্ত মহিলাকে জি বি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা বুধবার রাত আনুমানিক সোয়া নয়টায় খোয়াই---মোহনপুর---আগরতলা সড়কের ধলাবিল চকবেরটিলা এলাকায়। শহরের লালছড়ার জনৈক বিপুল সূত্রধর রাতে পহরমুড়া দ্বাদশ স্কুল সংলগ্ন পাড়ার শ্বশুর বাড়িতে সামাজিক অনুষ্ঠান থেকে স্ত্রী সুমিত্রা বিশ্বাসকে সাথে নিয়ে মোটর বাইকে করে বাড়ী ফিরছিলেন।পহরমুড়া বাজার পেরিয়ে বলাকা কমিউনিটি হলের সংলগ্ন ধলাবিল চকবেরটিলা এলাকায় কুমারী মধুতী রুপশ্রী সেতুর একটু আগে মোড় নেওয়ার সময় হঠাৎই মোটর বাইকের পিছনের সিট থেকে ছিটকে পড়ে যান সুমিত্রা বিশ্বাস (৩৫)।পথচারী মানুষের সহযোগিতায় একটি টোটোতে ( টমটম)করে আহত মহিলাকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। মাথার পিছনের অংশে মারাত্মক চোট লাগে তার।আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত সুমিত্রা বিশ্বাসকে সাথে সাথেই আগরতলায় জি বি হাসপাতালে রেফার করেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন