চাওই নদীর ব্রীজের নিচে এক মৃত দেহ উদ্ধার l ঘটনাস্থলের বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ
শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসুয়া পাড়া চাওই নদীর ব্রীজের নিচে একজন অজ্ঞাত অপরিচিত ব্যক্তির দেহ উদ্ধার l ঘটনায় চাঞ্চল্য এলাকায় Iখবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ l
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম সুনীল ওরাও 40 বছর বয়স পানি কাউরিয়া অঞ্চলের ভাঙ্গির বাড়ি এলাকা বাসিন্দা I
বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে বেলাকোবা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে l মৃতদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে l কিভাবে মারা গেল তার তদন্ত চলছে বলে জানিয়েছেন বেলাকা পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ l