অসংখ্য সহকর্মীদের চোখের জলে শেষ বিদায় জানানো হলো খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিককে।


শুভঙ্কর দে, খোয়াই, ত্রিপুরা :- অসংখ্য সহকর্মীদের চোখের জলে শেষ বিদায় জানানো হলো খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিককে। এদিন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এর পাশাপাশি খোয়াই জেলার আরক্ষা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। একে একে শ্রদ্ধা জানান সকলে। এছাড়াও শ্রদ্ধা জানান ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সচিব অমিত রক্ষিত, বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বিধায়ক নির্মল বিশ্বাস সহ আরো অসংখ্য উনার গুণমুগ্ধরা। নিষ্টাবান সদা হাস‍্যময় সকলের প্রিয় সত্যজিৎ মল্লিককে শেষ দেখা দেখতে খোয়াই বাসের ভিড় লক্ষ করা যায় খোয়াই থানা চত্বরে। উল্লেখ্য, খোয়াইতে নৃশংসতায় খুন হন পাঁচজন ।এদের মধ্যে কর্তব্য পালন করতে গিয়ে শহিদ হন খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক৷ খুন হলো দুই অবুুঝ সন্তান সহ আরও চার জন৷ ঘটনাটি হয় খোয়াই লালটিলা শেওড়াতলির
উত্তর রামচন্দ্রঘাট এলাকায়। পুরো ঘটনায় শোকস্তব্দ খোয়াই৷

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন