পিংলা ব্লকের বিজয় সম্মেলন অনুষ্ঠানের বিধায়ক অজিত মাইতি
পশ্চিম মেদিনীপুর ,শান্তনু পান: তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লকের উদ্যোগে ঘাটাল শহরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিধানসভা থেকে আগত সকল অঞ্চলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠানটি হয়।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহ সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা নেত্রী কাবেরী চ্যাটার্জী, সহ নেতৃত্ববৃন্দ।
বিধায়ক জানান, কোনো গাফিলতি ও অলসতা মেনে নেওয়া হবে না।সামনে পৌরসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন। তাই মানুষের পাশে গিয়ে মানুষের উন্নয়নে কাজ করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না।
পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্যকে আমল দিতে চাইলনা প্রাক্তন জেলা সভাপতি অজিত মাইতি। দলের কর্মী-সমর্থকদের নিয়ে কার্যত বিজয় উৎসব ভাবেই পালন হল আজকের বিজয় সম্মেলন।