খোয়াই পুর পরিষদের প্রত্যাশিতভাবেই জয় পেল ভারতীয় জনতা পার্টি


ত্রিপুরা: খোয়াই পুর পরিষদের প্রত্যাশিতভাবেই জয় পেল ভারতীয় জনতা পার্টি। প্রথম রাউন্ডের গণনায় ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট 5339 এবং সিপিআইএম দলের প্রাপ্ত ভোট 1273। ওয়ার্ড ভিত্তিক ফলাফলে দেখা গেছে প্রথম রাউন্ডের গণনায় 11 নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী পেয়েছে 612 টি ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 131 টি ভোট। 10 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী পেয়েছে 750 এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 112। 6 নং ওয়ার্ডে বিজেপি পেয়েছে 541 এবং সিপিআইএম পেয়েছে 156 । 3 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী পেয়েছে 712 এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 145 । 15 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী পেয়েছে 611 টি ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 200 ভোট। 14 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী পেয়েছে 709 টি ভোট। এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 244 টি ভোট। 5নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী পেয়েছে 623 টি ভোট। এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 92 টি ভোট। 13 নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী পেয়েছে 691 টি ভোট। এবং সিপিআইএম প্রার্থী পেয়েছে 193 টি ভোট।কয় পুরো পরিষদ নির্বাচনে তাদের ছাপ্পার অভিযোগ এনে ভোট গণনা বয়কট করেছিল বামেরা। এদিকে ফলাফলে প্রত্যাশিতভাবেই অনেকটাই খুশি ভারতীয় জনতা পার্টি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন