মর্মান্তিক দুর্ঘটনা , মৃত দুই যুবক



রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা ফুলাতিপাড়া রাজ্য সড়কে , স্থানীয় সূত্রে জানা যায় যে বেলাকোবা ফুলাতিপাড়া রাজ্য সড়কে ক্যানেল মোড়ে , ক্যানেল এর জলে দুই যুবক এর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা ,পাশেই ছিল মোটরসাইকেলটি l মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়ার হয় l ,ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা পুলিশ ফাঁড়ির পুলিশ , মৃতদেহ উদ্ধার করেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় I বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি বি.টি ঘোষ জানান মৃত 2 ব্যক্তিকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে, মৃত দুই ব্যক্তি পরিচিত এখনো পর্যন্ত শনাক্ত হয়নি I

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন